• Skip to secondary menu
  • Skip to main content
  • About
  • Contact

Villagedoctorbd

Village Doctor Bangladesh

  • Home
  • Member List
    • Our Mission
  • Online Admission
  • Upazila General Officer
  • District Executive Director
  • About
  • Program Picture

Our Mission

Our Mission

February 11, 2019 by Yourvillagedoctorbd Leave a Comment

সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্যঃ

১। পল্লী গ্রামের প্রাথমিক স্বাস্থ্য সেবা ও সু-চিকিৎসা নিশ্চিত করণের ব্যবস্থা গ্রহণ করা।

২। বেকার যুবক/ যুবতীদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্য কর্মী হিসেবে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয়ার জন্য স্বনির্ভর রূপে গড়ে তোলা।

৩। ই,পি, আই কর্মসূচি ও উহার কার্যকারিতা সম্পর্কে জনসাধারণকে অবহিত করা।

৪। সরকারের পাশাপাশি গ্রাম গঞ্জের দুস্থ্য, গরিব মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।

৫। পরিবার পরিকল্পনা সেবা দানের পাশাপশি গ্রাম্য ডাক্তারগণ স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমে ভূমিকা পালন করা ও জনসাধারণকে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়াই সংস্থার মূল লক্ষ্য।

৬। হেপাটাইটিস -বি ভাইরাস, এইডস ক্যান্সার, ডাইরিয়া ইত্যাদি রোগের ভয়াবহতা থেকে সাধারণ মানুষের মধ্যে গণসচেতনতা গড়ে তোলা।

৭। বাংলাদেশে রুরাল মেডিকেল প্রাকটিশনার, মা ও শিশু স্বাস্থ্য, লোক্যাল মেডিকেল এন্ড ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি বিভিন্ন মারাত্মক রোগ সম্পর্কে গণসচেতণতা গড়ে তোলা।

৮। প্রতিটি স্কুল, কলেজ, চিকিৎসা, পরিবেশ, হেপাটাইটিস -বি, এইডস, আর্সেনিক এর উপর প্রোগ্রামের মাধ্যমে গণসচেতনতা গড়ে তোলা।

৯। পল্লী/ ভিলেজ ডাক্তারগণকে MCD/MCH/ সেমিনার/ ট্রেনিং এর মাধ্যমে মেম্বারশীপ গ্রহণে উদ্বোধ্ব করা।

Filed Under: Our Mission

Copyright © 2025 · Lifestyle Pro on Genesis Framework · WordPress · Log in